নিউজ ডেক্স :- জয় জগন্নাথ, আজ রথযাত্রা। এই দিনে পুরীতে খুবই জাঁকজমকভাবে রথযাত্রা পালন করা হয়। রথের এই সময়টাতে পুরীতে বহু মানুষের সমাগম হয়। রথের রশিতে টান দিয়ে পূর্ণ অর্জন করার জন্য বহু মানুষ এই সময়টায় পুরীতে আসেন। পুরী যেমন একদিকে প্রভু জগন্নাথ দেবের বাসস্থান, তেমনই এই স্থানে থাকা সমুদ্রের টানে বছরের প্রতিটি সময়েই পুরী জমজমাট থাকে।
তবে জানেন কি এই পুরীর মন্দিরের এমন কিছু রহস্য রয়েছে, যা আজও অমীমাংসিতই রয়ে গিয়েছে।
১) ভালো করে লক্ষ্য করলে দেখবেন, পুরী মন্দিরের উপরে কিন্তু কখনই পাখিতে উড়তে দেখা যায় না। পুরীর মন্দিরের উপরে থাকা পতাকার উপর দিয়ে, কখনই কোন পাখি উড়ে যায় না।
২) পুরীর মন্দিরের কিন্তু কোন ছায়া পড়ে না। সূর্যের অবস্থান যেখানেই থাকুক না কেন, পুরীর মন্দিরের ছায়া মাটিতে পড়ে না।
৩) পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা লাগানো থাকে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সেই পতাকা সবসময় হাওয়ার বিপরীতে উড়তে থাকে।
৪) পুরীর এই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কিন্তু কখনই কোন প্লেন উড়তে দেখা যায় না।
৫) কথিত আছে, পুরীতে নাকি একটির উপর একটি এই ভাবে একইসঙ্গে সাতটি হাড়ি বসিয়ে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। তবে সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, সবথেকে উপরে থাকা হাঁড়ির খাবার সবার আগেই রান্না হয়ে যায়।
৬) পুরীর মন্দিরের পাশেই রয়েছে কিন্তু বিশাল সমুদ্র। তবে লক্ষ্য করবেন, পুরীর মন্দিরের সিংহ দুয়ারের মধ্যে যেই আপনি প্রবেশ করবেন, তখন কিন্তু সমুদ্রের গর্জনের কোন আওয়াজ আপনি আর পাবেন না। আবার যেই বাইরে বেরোবেন, তখন সমুদ্রের আওয়াজ পাবেন।