স্মিতা সিকদারঃ প্রায় ৫৩ বছর পর এবারের রথযাত্রার ছিল এক বিশেষত্ব। এবারে রথযাত্রা পড়েছিল দুই দিন, ৭ ই এবং ৮ ই জুলাই। আর এই দুদিন ধরে পুরীর জগন্নাথ মন্দির থেকে রথে চোড়ে মাসি গুন্ডিচা দেবীর বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এবার তাঁদের বাড়ি ফিরে আসার সময় উপস্থিত। আগামীকাল অর্থাৎ ১৬ ই জুলাই রয়েছে উলটোরথ। এইদিন ভাই বোনদের সঙ্গে নিয়ে মাসির বাড়ি থেকে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ দেব।
সোজারথের মত উল্টোরথেও বেশ আড়ম্বর দেখা যায় পুরীতে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় এমন কিছু বিশেষ কাজ যদি আপনি করেন, তাহলে আপনার জীবন সুখ শান্তিতে ভরে যাবে।
কালো তিল- উল্টোরথের দিন যদি আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করেন, তাহলে আপনার সংসার এবং জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। পজেটিভ আনন্দে থাকবে আপনার জীবন।
পিতলের ঘটিতে গঙ্গাজল- উল্টোরথের এই শুভক্ষণে একটি পিতলের ঘটিতে গঙ্গাজল নিয়ে, ডানহাতের তিনটি আঙ্গুলে সামান্য হলুদ নিয়ে সেই হলুদ জলে মিশিয়ে সদর দরজার দুপাশে ছিটিয়ে দিন। তাহলে আপনার পরিবারের উপর থেকে সমস্ত রকম গ্রহ দোষ কেটে যাবে।
তুলসীপাতা- উল্টোরথের দিন শুদ্ধ বসনে তুলসীপাতা দিয়ে জগনাথ দেবের পুজো করতে হবে। তারপর নিবেদিত তুলসী পাতার মধ্যে থেকে একটি নিয়ে আপনার মানি ব্যাগ কিংবা যেখানে টাকা পয়সা রাখেন, সেখানে রেখে উপকার দেখুন। আবার একটি তুলসী পাতা রাত্রে ঘুমানোর সময় মাথার বালিশের নীচেও রাখতে পারেন। এতে করে আপনি পরিবার থেকে সমস্ত বাঁধা বিঘ্ন দূর হয়ে যাবে।