- নিউজ ডেক্স :- হারারের প্রথম ম্যাচে সেভাবে কিছু করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন তিনি কেমন জাত প্লেয়ার। সহ খেলোয়াড় মাত্র ২ রান করে ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতেই, এই ম্যাচে দলকে জেতানোর দায়িত্বটা কাঁধে তুলে নিলেন তিনি নিজেই। নিজের ক্ষমতা, আসল রূপ দেখালেন অভিষেক শর্মা। করলেন ৪৭ বলে ১০০ রানের মারকাটারি ইনিংস।
সদ্য টি ২০ বিশ্বকাপ জয়ী টিম নয়, একেবারে নতুন টিম নিয়ে জিম্বাবোয়েতে গিয়েছে টিম ইন্ডিয়া। অনেক আশা প্রত্যাশা রয়েছে এই নতুন টিমের উপর। ভারতের ক্রিকেট দল এখন ঠিক যে ফর্মে রয়েছে, তাতে করে এই বিদেশের মাটিতে গিয়ে সেই দলকে হারিয়ে আসাটা কোন ব্যাপারই নয়।
কিন্তু এই কনফিডেন্সটাই যে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল হারারের প্রথম ম্যাচটাতে, এমনটা মনে করছেন অনেকেই। আর প্রথম ম্যাচে হারের পর থেকেই নতুন ক্যাপ্টেন শুভমান গিলকে আক্রমণ করতে কিন্তু কেউ ছাড়েননি। তাই দ্বিতীয় ম্যাচে রীতিমত দাপটের সঙ্গে বিধ্বংসী ইনিংস খেলে, সকলের মুখ বন্ধ করে দিল এই টিম ইন্ডিয়ার এই নতুন সদস্যরা।
হারারে দ্বিতীয় দিনের ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। এই ইনিংসে ওপেন করতে নেমে মাত্র ২ রানে আউট হয়ে যান শুভমান গিল। কিন্তু তারপর দলের দায়িত্বটা কাঁধে তুলে নেন অভিষেক শর্মা। একাই ঝড় তুলে দেন ব্যাটিং-এ। তাঁর ৪৭ বলে ১০০ রানের লম্বা ইনিংস রান তাড়া করার মনোবল ভেঙ্গে দেয় জিম্বাবোয়েদের।
অন্যদিকে রুতুরাজ গাউইকোয়াড এবং রিংকু সিং রাও কিন্তু পিছিয়ে ছিল না। সকলের দুর্দান্ত পারফরম্যান্সে ২ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ২৩৪-এ।
ভারতের তৈরি করা এই বিশাল রানের পাহাড়ের সামনে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় জিম্বাবোয়ের প্লেয়াররা। যার ফলে এখন রেজাল্ট দাঁড়াচ্ছে ১-১। অর্থাৎ ভারতের কাছে ম্যাচ জেতার এখনও অনেকটাই সময় রয়েছে। বাকি ম্যাচগুলোতে হবে হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক, ভারতের নতুন এই টিম শুরুতেই বিদেশের মাটি থেকে কাপ ছিনিয়ে আনতে পারে কিনা…