‘ভাল কাজ করলেও দেখেছি কাজ চাইতে হয়!’ কাদের উদ্দেশে জয়জিতের ক্ষোভ?

0
32

টলিপাড়ার কর্মপদ্ধতি নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন ছড়ায়। কারও মতে ইন্ডাস্ট্রিতে প্রতিভার কদর নেই। আবার কারও মতে, বাংলায় কারও প্রতি পক্ষপাত করা হয় না। বুধবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট এই চর্চায় নতুন মাত্রা যোগ করেছে।

ফেসবুকে জয়জিৎ একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল।’’ হঠাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কেন অভিনেতা? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে জয়জিৎ বললেন, ‘‘এটাই তো এখন বাংলার সংস্কৃতি। রাজনীতি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি— সর্বত্র প্রতিভার কদর নেই।’’ জয়জিতের মতে, ইন্ডাস্ট্রিতে ‘তেলবাজি’ এবং ‘পিআর’ যাঁদের ভাল, তাঁরাই বেশি সুযোগ পেয়ে থাকেন। জয়জিতের কথায়, ‘‘সেখানে প্রতিভা অনেক সময়েই গৌণ হয়ে যায়। শিল্পী মানেই তো আবেগ। তাঁরা একটু মুডি হতেই পারেন। শিল্পীরা তো যন্ত্র নন!’’

ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়েছেন জয়জিৎ। তিনি কি নিজে এমন কোনও ঘটনার সাক্ষী থেকেছেন? অভিনেতার বক্তব্য, ‘‘নিজের সঙ্গে না ঘটলে কি লেখা যায় না! চোখের সামনে দেখছি। খবর পাচ্ছি। তাই লিখেছি।’’ নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে ইদানীং বেশ কিছু সমস্যার দিকে আলোকপাত করলেন জয়জিৎ। তাঁর কথায়, ‘‘ভাল কাজ করলেও দেখেছি, কাজ চেয়েই যেতে হয়।’’ পাশাপাশি, একই মুখের পুনরাবৃত্তি যে দর্শক আর চাইছেন না, সে কথাও উল্লেখ করলেন তিনি। তাঁর কথায়, ‘‘ছবি, ওয়েব সিরিজ়েও তো একই মুখ! দুঃখের বিষয়, নতুন প্রতিভা তো উঠে আসছে না।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + thirteen =