রথযাত্রাতেই থিম ঘোষণা শ্রীভূমির, বুর্জ খলিফা ডিজনিল্যান্ডের পর এবারে কি চমক!

0
48

নিউজ ডেক্স :-  রথের রশিতে টান পড়তে না পড়তেই শুরু হয়ে যায় দূর্গাপুজোর কাউন্টডাউন। কারণ এই রথের দিনের বেশ কিছু পুজো মন্ডপে হয়ে যায় মা দুর্গার আগমনের প্রথম পর্ব, অর্থাৎ খুঁটি পুজো। সেই মর্মে এই শুভদিনে খুঁটি পুজো হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেরও। সেইসঙ্গে খোলসা হয়ে গেল এবারে ঠিক কি চমক দিতে চলেছে দমকল মন্ত্রী সুজিত বসুর এই মণ্ডপ।
বুর্জ খলিফা থেকে শুরু করে কখনও দেখা গিয়েছে গ্রীসের প্রাসাদ, কখনও আবার ডিজনিল্যান্ড, নানা সময়ে দর্শণার্থীদের নানাভাবে চমক দেওয়ার চেষ্টা করে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর সেই কারণে প্রতিবছরই মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, এবারে কোন থিম বানিয়ে চমক দিতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 
সেই অপেক্ষার এবার অবসান হল। শুভ রথযাত্রার দিন খুঁটি পুজো হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এবারে তাঁদের পুজোর থিম। জানা গিয়েছে, এবারে তাঁদের ভাবনা একটু অন্যতম। এবারে মন্ডপ সজ্জায় থাকবে কারুকার্যের বিশেষ চমক। সেইসঙ্গে এবার পুজোর থিম তিরুপতি মন্দির। এবারে তিরুপতি মন্দিরের আদলেই তৈরি হয়ে উঠবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃমন্ডপ।
রথের দিন বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই খুঁটি পুজো অনুষ্ঠিত হল শ্রীভূমি স্পোটিং ক্লাবে। পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সমুধুর কন্ঠে গানের মধ্যে দিয়েই এই অনুষ্ঠানের সুচনা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরও অনেকেই। এদিন সেখানে উপস্থিত অনেকের হাতেই গজা এবং মিষ্টি তুলে দেন সুজিত বসু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =