রোহিত, বিরাটদের বদলে ক্রিজে ওপেনিং করবে কে? ৩-ই বা দলের দায়িত্ব সামলাবে কে? জানালেন শুভমান

0
36

নিউজ ডেক্স  :- অবসর নিয়েছেন বিরাট, রোহিত, জাদেজারা… এখন প্রশ্ন হচ্ছে তাহলে জিম্বাবয়ের মাঠে ওপেনিং করবে কে? আর তিন নম্বরেই বা কে ব্যাট হাতে দলের দায়িত্ব সামলাবে? সমস্ত জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেটের টি-টোয়েন্টি সিরিজের নতুন ক্যাপ্টেন শুভমান গিল।
সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের পর এই টি-টোয়েন্টি সিরিজ থেকে অবসর নিয়েছেন বিরাট, রোহিত, জাদেজারা। যার ফলে জিম্বাবোয়ে সিরিজের স্কোয়াডে দেখা গিয়ছে একঝাঁক নতুন মুখ। আর এই নতুন দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভমান গিলই জানিয়ে দিলেন এবার ভারতের এই সিরিজের নতুন কম্বিনেশনটা কি হতে চলেছে।
এক সাংসাবিদক সম্মেলনে শুভমান গিল জানান, ‘অনূর্ধ্ব ১৯ স্তর থেকে উঠে আসা অভিষেক শর্মা আমার সঙ্গে ইনিংস ওপেন করবে। আর তিনে ব্য়াট করবে ঋতুরাজ গায়কোয়াড়’। ভারতীয় দলের একেবারে মুখ্য ভূমিকায় সুযোগ পাওয়া এই দুই ক্রিকেটারের কাছে একেবারে সুবর্ণ সুযোগ রয়েছে নিজেদেরকে প্রমাণ করার। আর যদি একবার ক্রিজে টিকে যেতে পারে, তাহলে বিশেষজ্ঞমহলের ধারণা, নতুন এই টিম ২২ গজের মাঠে টেক্কা দেবে শক্তিশালী দেশগুলোকে।
জানিয়ে রাখি, জিম্বাবোয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ অর্থাৎ ৬ ই জুন থেকে। হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় বিকেল ৪ টে বেজে ৩০ মিনিটে। স্বাভাবিক ভাবেই ম্যাচ শুরু হওয়ার ৩০ মিনিট আগে হবে টস। আর এই ম্যাচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি স্পোর্টস টেন-৩, সোনি স্পোর্টস টেন-৩ এইচডি, সোনি স্পোর্টস টেন-৪, সোনি স্পোর্টস টেন-৪ এইচডি, সোনি স্পোর্টস টেন-৫ ও সোনি স্পোর্টস টেন-৫ এইচডি এইসকল চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − twelve =