হবে না গম্ভীরের অভাববোধ, এই কিংবদন্তী প্লেয়ারকে মেন্টর হিসাবে পেতে চলেছে KKR

0
34

স্মিতা সিকদারঃ কে হবেন KKR-র নতুন মেন্টর? এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। গৌতম গম্ভীরের সময়কাল শেষ হওয়ার পর থেকেই টিম কলকাতার নতুন মেন্টর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা পর্যালোচনা। এবার ঘটল সেই জল্পনার অবসান। টিম কলকাতা পেয়ে গেল তাঁদের নতুন মেন্টর।
IPL-এ কলকাতা নাইট রাইডার্সের কাছে মেন্টর গৌতম গম্ভীর ছিল একজন লাকি চার্মের মত। গৌতম গম্ভীর যখন কলকাতার ক্যাপ্টেন ছিলেন, তখন কলকাতার ঘরে দুবার ট্রফি এসেছিল। কিন্তু তারপর তিনি ছেড়ে যাওয়ার পর, কেমন যেন লক্ষ্মীছাড়া হয়ে গিয়েছিল KKR। তারপর প্রায় ১০ বছর পর আবাও কলকাতায় প্রত্যাবর্তন হয় গৌতম গম্ভীরের। তবে এবার প্লেয়ার নয়, মেন্টর হিসাবে। আর মেন্টর হিসাবে গম্ভীরকে পেতেই কলকাতার খরা কেটে যায়। দুর্দান্ত ইনিংস খেলে এবারে IPL ট্রফি ঘাড়ে করে ঘরে ফেরে কলকাতার ক্রিকেটাররা।
গৌতম গম্ভীরের এই দুর্দান্ত সাফল্যের পর তাঁর কাছে ডাক আসে ভারতীয় দলের হেড কোচ হওয়ার। জাতীয় দলের এই সুযোগকে হাতছাড়া করতে চাননি গৌতম গম্ভীর। আর সম্প্রতি বিসিসিআই-র প্রস্তাবে তিনি রাজী হতেই কলকাতার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। তাহলে এবার কে সামলাবে কলকাতা নাইট রাইডার্সকে?
জল্পনার অবসান ঘটিয়ে এবার পাওয়া গিয়েছে সেই প্রশ্নের উত্তর। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী প্লেয়ারকেই নাকি ১২ কোটি টাকা অফার করেছে টিম কলকাতা। যার যদি তিনি একবার রাজী হয়ে যান, তাহলে আর গম্ভীরের অভাববোধ করবে না কলকাতা নাইট রাইডার্স, এমনটাই মনে করা হচ্ছে। তিনি আর কেউ নন, তিনি হলেন রাহুল দ্রাবিড়। সম্প্রতি রাহুল দ্রাবিড়কেই কলকাতার মেন্টর হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখন এটাই দেখার যে এই প্রস্তাবে কতোটা সম্মত হন রাহুল দ্রাবিড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − twelve =