নিউজ ডেক্স :- কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে… হিসাব বলছে ভারতে এই বিয়ের খরচ নাকি পড়শোনার খরচের দ্বিগুণ! অবাক হচ্ছেন, অবাক হওয়ার মতনই এই বিষয়। রিপোর্ট বলছে, সারাবছর সন্তানের পড়াশোনার পেছনে যত না টাকা খরচ হয়, তার থেকে বেশি অর্থ ব্যয় হয় তাঁর বিয়ের পেছনে।
সম্প্রতি গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম জেফরিজও এই বিষয়ে এক সমীক্ষা চালিয়ে দেখেছে, যে এই সময়ে দাঁড়িয়ে ভারতে বিয়ের বাজারের খরচ ১৩০ বিলিয়ন ডলার অর্থাৎ ১৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। যা পড়াশোনার খরচের থেকে অনেকটাই বেশি।
আসলে প্রতিটি বাবা মায়েরাই চান, তাঁদের সন্তানের বিয়েতে সাধ্যের বাইরে গিয়ে খরচা করতে। এই জন্য অনেকেই বাজার থেকে কিছু অর্থ ধারও করে ফেলেন। তবে লক্ষ্য একটাই থাকে বিয়ের অনুষ্ঠানটা সুন্দরভাবে সুষ্ঠভাবে সম্পন্ন করা। আর তা করতে গিয়েই, বাড়ছে খরচ।
এই রিপোর্টে বলছে, একটি বিলাসবহুল বিয়েতে প্রায় ২০ লাখ থেকে ৩০ লাখ খরচ হয়। তবে তার মধ্যে কিন্তু বিয়ের গয়না, পোশাক এবং যাতায়াত ভাড়া অন্তর্ভুক্ত নয়। এই টাকাটা খরচ হয় শুধুমাত্র হোটেল রুম, ক্যাটারিং, সাজসজ্জা ও বিনোদনমূলক আয়োজনের জন্য। আর বিয়ের মোট খরচের ২০ শতাংশ ক্যাটারিংয়ে ও ১৫ শতাংশ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে খরচ হয়।
আবার এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে সারাবছর যা পোশাক বিক্রি হয়, তাঁর মধ্যে ১০ শতাংশেরও বেশি পোশাক বিক্রি হয় বিয়ের সময়ে। পাশাপাশি গহনার বাজারে দেখা গিয়েছে, ভারতের বাজারে যে পরিমাণ গহনা বিক্রি হয়, তাঁর বেশিরভাগটাই ব্রাইডাল জুয়েলারি।
অর্থাৎ এর থেকেই বোঝা যায়, ভারতীয় বিয়ে মানে একটা রাজকীয় ব্যাপার। এখানে একদিকে যেমন চলতে থাকে আনন্দ উৎসবের বহর, তেমনই থাকে টাকার খেলাও।