নিউজ ডেক্স :- মানুষের লক্ষ্য যদি ঠিক থাকে, ভাবনা যদি একই থাকে, তাহলে শূন্য থেকে শুরু করলেও, জীবনে ভালোভাবে দাঁড়ানো যায়। আর সেটাই করে দেখিয়েছেন ভারতী সিং। একটা সময় ডাস্টবিনে ফেলে যাওয়া অন্যের খাবার খেয়েই যে মেয়েটা খিদে মেটাত, আজকের দিনে কয়েক কোটি টাকার মালিক এই ভারতী সিং।
মাত্র ৩৯ বছর বয়সেই ৩০ কোটি টাকার সম্পত্তি কামিয়েছেন ভারতী সিং। এখন প্রতি মাসে আয় করেন প্রায় ২৫ লক্ষ টাকা।
পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেওয়া ভারতী মাত্র ২ বছর বয়সেই তাঁর বাবাকে হারান। স্বামী মারা যাওয়ায় বছর ২২-র ভারতীর মা তিন ছেলে মেয়ের মুখে যে কিভাবে খাবার তুলে দেবেন, তা জোগাতেই হিমশিম খেয়ে যেতেন। একটা কারখানায় পার্ট টাইম কাজ করার পাশাপাশি ছেলেমেয়েদের জন্য লোকের বাড়িতে বাড়িতে বাসন মাজার কাজও করতেন ভারতীর মা। মায়ের এই কষ্ট দেখতে পারতেন না ভারতী। তাই নিজেও কিছু করার চেষ্টা করেন তিনি।
সেইসময় এনসিসি ক্যাম্প থেকে আসা খেলোয়াড়দের দৈনিক ১৫ টাকা যে ভাতা দেওয়া হত, সেটা পেয়ে মাকে দিতেন ভারতী সিং। যখন উৎসবের সময় সবাই নতুন পোশাক পরে আনন্দে মশগুল থাকতেন, সেইসময় তাঁরা এক চিলতে ঘরে অন্ধকারেই দিন কাটাতেন। তবে ভারতী একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের হয়ে স্যুটিং এবং তিরন্দাজে বেশ সুনাম করতে থাকলেন। এইভাবে স্পোর্ট কোটায় বেশ কিছুটা কম টাকায় কলেজেও ভর্তি হন তিনি।
এরপর এনসিসি ক্যাম্পের কারণে থিয়েটারে যুক্ত হতেই একটা শোয়ের খবর পান ভারতী। স্টার চ্যানেলের ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’এ মানুষকে হাসানোর শোয়ে নাম দিলেন ভারতী। এই শো’ই ভারতীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। এই শোতে তাবড় তাবড় কমেডিয়ানদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করায় ভাগ্য ফিরে যায় এই মেয়েটার।
তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই মেয়েটাকে। কপিল শর্মা শো থেকে শুরু করে ঝলক দিক লা যা, নাচ বলিয়ের মত শোতে অ্যাঙ্কারিং করতে দেখা যায় ভারতীকে। আর এখন লাফটার শেফ শোতে হোস্ট করতেও দেখা যাচ্ছে ভারতীকে।